বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত মাসিক (জুলাই ২০২২) ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আসাদুজ্জামান রাসেল। তার তোলা মোবাইলে হাসিমুখে কথা বলা একজন বয়োজ্যেষ্ঠ নারীর ছবিটি প্রথম পুরস্কার লাভ করে।





শুক্রবার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির জুলাই মাসের সভায় তার নাম ঘোষণা করা হয়। পেশাগতভাবে আসাদ রাসেল একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় সিনিয়র কমিউনিকেশনস স্পেশালিস্ট হিসাবে কর্মরত রয়েছেন। মানুষের হাসিমুখের ছবি তুলতে ভালোবাসেন তিনি।

এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০টির অধিক প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন তিনি। তার তোলা ছবি ছাপা হয়েছে ইউনেস্কো, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএসএআইডি, সুইডেন দূতাবাস, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, চাইল্ড রাইটস কানেক্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশনায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews