অধিনায়ক বিরাট কোহলির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে এগিয়ে রাখছেন দেশটির সাবেক মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। তিনি জানান, কোহলির মধ্যে ম্যাচ জয়ের ক্ষুধা অনেক বেশি। পুরো দলের মধ্যে তিনি এই ক্ষুধা ছড়িয়ে দিয়েছেন। তাই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতই এগিয়ে থাকবে। তবে ভারতের মাথাব্যাথার কারণ হবে নিউজিল্যান্ডের বোলাররা।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিশ্ব ক্রিকেটের সেরা দুই দল মুখোমুখি হচ্ছে। ওই ফাইনাল নিয়ে চলছে চুলচেরা-বিশ্লেষণ। কেউ ভারতকে, আবার কেউ নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন। তবে শেবাগের চোখে ভারতই এগিয়ে, 'কোহলির জন্য ফাইনালে ভারতকে এগিয়ে রাখতে হচ্ছে। সে দারুনভাবে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সতীর্থদের মধ্যে জয়ের প্রবণতা বাড়িয়েছে। এজন্য গত তিন-চার বছর ধরে টেস্টে সেরার কাতারে ভারত। তাই ভারতই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফেবারিট। কন্ডিশনের কারণে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও তাদের সহজে ছাড় দেবে না কোহলির দল।'

ভারতের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হলেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে কঠিন পরীক্ষায় নামতে হবে বলে মনে করেন শেবাগ। তিনি বলেন, 'ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ভারতের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেবে। তারা দুই জনই আউট সুইং ও ইন সুইং করাতে পারে। খুবই ভয়ংকর বোলার তারা। ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হবে। আমি রোহিত বনাম বোল্টের লড়াই দেখার জন্য মুখিয়ে আছি। রোহিত যদি বোল্টের প্রথম স্পেল কাটিয়ে দিতে পারে তাহলে, রোহিত জ্বলে উঠবে। কারণ রোহিত ক্রিজে চুপচাপ থাকার ছেলে নয়। বোল্টও দমিয়ে যাবার মত বোলার নয়।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews