বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের ফাঁকে অবসর পেলে লেখালেখিও করেন তিনি। সম্প্রতি এ অভিনেতা একটি নাটক লিখেছেন। নাটকটিতে স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে তিনি অভিনয়ও করেছেন।





নাটকটির নাম ‘সরি ২’। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি নিয়েই এ নাটকের গল্প। এরইমধ্যে নাটকটি প্রচারও হয়েছে। প্রচারের পর এটি বেশ প্রশংসিত হয়।

এ নাটক রচনা ও অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে একটি শিক্ষনীয় বিষয় আছে। ভালো লাগা থেকেই কাজটি করা। আমি মনে করে এ নাটকের মতো সব মানুষের শিক্ষা নেয়া উচিত। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। দিন যত অতিবাহিত হবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বাড়বে।’

এদিকে মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ অভিনেতা ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews