নিজেদের প্ল্যাটফরম থেকে যৌনতাকেন্দ্রিক কনটেন্ট বিষয়ে নতুন নিষেধাজ্ঞার অংশ হিসাবে ‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এমনকি ‘যৌন সম্পর্কের বিনিময়ে প্রতিদান’র বোঝাপড়ায় সহায়তা করে এমন কনটেন্ট সরাবে গুগল। মূলত সুগার ড্যাডি ঘরানার অ্যাপগুলো এ শ্রেণিতে পড়ার কারণে সেগুলোও মুছে দেওয়া হবে।

১ সেপ্টেম্বর ২০২১ থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে উল্লেখ করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। ‘সুগার ড্যাডি’ শব্দদ্বয় ব্যাপকভাবে আলোচনায় আসে ২০১৫ সালে। ওই বছর হ্যাকিংয়ের কবলে পড়েছিল পরকীয়াবিষয়ক অ্যাপ অ্যাশলি ম্যাডিসন, বেহাত হয়ে গিয়েছিল গ্রাহক তালিকা। এখন আবার নতুন করে শব্দটি সামনে নিয়ে এসেছে গুগলের আপডেটেড প্লে স্টোর নীতি। ‘সুগার ড্যাডি’ বলতে সাধারণত সম্পদশালী বয়স্ক এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি যৌন সুবিধা পাওয়ার বিনিময়ে (সাধারণত অল্প বয়স্ক নারীকে) আর্থিক সহায়তা দিয়ে থাকেন। আর যে অ্যাপগুলো এ ধরনের সম্পর্ক তৈরির প্ল্যাটফরম হিসাবে কাজ করে সেগুলো সুগার ড্যাডি অ্যাপ নামে পরিচিত।

গুগলে অনেক রকমের সুগার ড্যাডি শ্রেণির অ্যাপ রয়েছে। কিছু কিছু অ্যাপের নামে সরাসরিই ‘সুগার ড্যাডি’ দিয়ে রেখেছেন ডেভেলপাররা। অন্যান্য নামের মধ্যে দেখা গেছে ‘মিলিয়নিয়ার সিঙ্গেলস’, ‘সিকিংঅ্যারেঞ্জমেন্ট’ এবং ‘স্পয়েল’। স্পয়েল অ্যাপটি নিজ বর্ণনাতেই দিয়ে রেখেছে, ‘এখানে আপনি সম্পদশালী সুগার ড্যাডি খুঁজে পাবেন যারা গোপন সমঝোতায় আসতে চায়, এবং আপনি অন্য আকর্ষণীয় নারী খুঁজে পাবেন যারা উদার পুরুষ খুঁজছেন।’ ধারণা করা হচ্ছে, এ অ্যাপটি এবং এরকম সব অ্যাপ গুগল সেপ্টেম্বরের ১ তারিখে মুছে দেবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews