কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বসতঘর থেকে মা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের নয় বছরের ছেলে শাহাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।

জানা যায়, বড় ঘাগুটিয়া গ্রামের মো: শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় তাদের দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি হোমনা সার্কেল) মীর মহসিন বলেন, বৃহস্পতিবার সকালে তিনজনের লাশ একই কক্ষে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে আমরা লাশগুলো উদ্ধার করেছি। লাশগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।

লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews