আজকাল ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে বহনযোগ্যতা একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত। প্রিয় ক্যাফে, পার্ক কিংবা আরামদায়ক যেকোনো জায়গা থেকে কাজ চালিয়ে নেওয়া যায় অনায়াসেই। তবে সমস্যা দেখা দেয় যখন আশেপাশে কোনো পাওয়ার আউটলেট না পেয়ে ল্যাপটপ চার্জ দেওয়া সম্ভব হয় না।
এই সমস্যা সমাধানে অনেকেই এখন ফোনের পাওয়ার ব্যাংক ব্যবহার করছেন। তবে ল্যাপটপ চার্জ দিতে হলে যেকোনো পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে না—খেয়াল রাখতে হবে কিছু নির্দিষ্ট প্রযুক্তিগত বিষয়ের দিকে।
ল্যাপটপের ভোল্টেজ ও পাওয়ার চাহিদা
সাধারণ স্মার্টফোন বা হেডফোনের তুলনায় ল্যাপটপ চার্জ দিতে বেশি শক্তির প্রয়োজন হয়। বেশিরভাগ ল্যাপটপের চার্জিং ভোল্টেজ ১৬ থেকে ২০ ভোল্টের মধ্যে হয়ে থাকে, যেখানে মোবাইলের জন্য ব্যবহৃত অধিকাংশ পাওয়ার ব্যাংকের আউটপুট হয় মাত্র ৫ ভোল্ট।
তাই প্রথমেই দেখে নিতে হবে আপনার ল্যাপটপের চার্জার কত ভোল্টের আউটপুট দেয়—এ তথ্য সাধারণত ল্যাপটপের অ্যাডাপ্টারে লেখা থাকে। এরপর সেই অনুযায়ী উপযুক্ত পাওয়ার আউটপুট যুক্ত পাওয়ার ব্যাংক বেছে নিতে হবে।
কত ওয়াটের পাওয়ার ব্যাংক দরকার?
ল্যাপটপ ব্যবহারের ধরন অনুযায়ী প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৭০ ওয়াট শক্তি ব্যবহার করে। গেমিং ল্যাপটপগুলোর ক্ষেত্রে এই চাহিদা আরও বেশি হয়। তাই কমপক্ষে ৫০ ওয়াট আউটপুট দিতে সক্ষম এমন পাওয়ার ব্যাংক নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। দ্রুত চার্জ পেতে চাইলে আরও বেশি আউটপুট যুক্ত ডিভাইস বেছে নেওয়া উত্তম।
ইউএসবি-সি এবং এসি আউটলেটের সুবিধা
বর্তমান অনেক ল্যাপটপ ইউএসবি-সি (USB-C) পোর্টে চার্জ নেওয়ার সুবিধা দেয়। আপনার ল্যাপটপে যদি এই পোর্ট থাকে, তাহলে উচ্চক্ষমতাসম্পন্ন ইউএসবি-সি পাওয়ার ব্যাংক ব্যবহার করাই সহজ সমাধান। তবে পুরনো মডেল হলে অথবা আলাদা চার্জিং কানেক্টর থাকলে, উপযুক্ত অ্যাডাপ্টারযুক্ত বা এসি (AC) আউটলেটযুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে।
পাওয়ার ব্যাংকের ক্ষমতা কত হওয়া উচিত?
ল্যাপটপের ব্যাটারি যদি ৫,০০০ mAh হয়, তাহলে কমপক্ষে ১০,০০০ mAh ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক নিতে হবে যেন একাধিকবার চার্জ দেওয়া যায়। যদি একসাথে ফোন বা অন্যান্য ডিভাইসও চার্জ করতে হয়, তাহলে আরও বেশি ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক নেওয়া ভালো।
কীভাবে সর্বোচ্চ সুবিধা পাবেন?
বাহিরে যাওয়ার আগে পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ করে নেওয়া উচিত। ব্যবহার করার সময় ল্যাপটপের স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখা এবং পাওয়ার সেটিংস অপ্টিমাইজ করা—এইসব উপায় ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সহায়ক।
সঠিক স্পেসিফিকেশন অনুযায়ী উপযুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ল্যাপটপ চার্জিং নিয়ে আর চিন্তার কিছু নেই, যেখানেই থাকুন—কাজ থেমে থাকবে না।