ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।





সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সুপার ফ্লপ ছিলেন বাবর আজম। অথচ এশিয়া কাপের আগে ধারাবাহিক রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছিলেন।

কিন্তু দুর্ভাগ্য তার এশিয়া কাপে নিজের সেরাটা উপহার দিতে পারেননি। যে কারণে তার দল ফাইনালে উঠেও শ্রীলংকার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। এজন্যতাকে এবং তার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে কম সমালোচনা সহ্য করতে হয়নি।

তবে ঘরের মাঠে ইংল্যান্ডকে পেয়ে নিজের হারানো সেই ফর্ম ফিরে পেয়েছেন বাবর আজম।

বৃহস্পতিবার করাচিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। এদিন ৬৬ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১০ রান করে অপরাজিত থাকেন বাবর।

শুধু সেঞ্চুরি করাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ২০৩ রানের রেকর্ড জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন এই জুটিতে ভর করেই ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি হাঁকান বাবর আজম। এর আগে ওয়ানডে ক্রিকেটে ৯২ ম্যাচে ১৭টি, ৪২ টেস্টে ৭টি এবং বৃহস্পতিবারের ৮২তমটি-টোয়েন্টিতে দ্বিতীয়সেঞ্চুরি হাঁকান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews