অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে লন্ডনের পথে রয়েছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে এমিরাটস এয়ারের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো কৌতুহল শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের একটি চিঠিকে ঘিরে এই কৌতুহল। চিঠিতে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। হাউস অব কমন্সে তিনি প্রধান উপদেষ্টাকে চা কিংবা ডিনারেরও আমন্ত্রণ করেছেন। যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এ রকম কোন পত্র তারা পান নি। আর পেলেও টিউলিপ সিদ্দিক এমপির সাথে দেখা করার সম্ভাবনা তাঁর নেই।

এদিকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্থ একটি সূত্র। এ নিয়ে তারেক রহমান দলীয় নীতি নির্ধারকদের সাথে ইতোমধ্যে কথা বলেছেন বলেও সূত্রটি জানিয়েছে।

সূত্রটি জানায়, আগামী ১৩ জুন দিনের যে কোন সময় প্রধান উপদেষ্টার সুবিধাজনক স্থানে তাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাতে দলের পক্ষ থেকে কারা কারা উপস্থিত থাকবেন এ নিয়েও সোমবারের মিটিংয়ে আলোচনা হয়েছে।

এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

অপরদিকে লন্ডনে আওয়ামী লীগের পক্ষকে প্রধান উপদেষ্টার সফরের বিপক্ষে কতিপয় কর্মসূচি নেয়া হলেও পুলিশের শক্ত ভূমিকার কারণে বাঁধাগ্রস্ত হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews