একসময় আমাদের এখানে কোটা বলতে ছিল শুধু শাড়ি। এখন গজ কাপড় হিসেবেও কেনা যাচ্ছে এই কাপড়; বানানো হচ্ছে কুর্তা, কামিজ বা পাঞ্জাবি। উৎসবের সময় গরম থাকলে এই কাপড়ের পোশাকে চমৎকারভাবে তুলে ধরা যায় জমকালো সব সাজ।

আদি যুগের চীনে উদ্ভাবিত খাঁটি সিল্কের শিফন থেকে শুরু করে আমাদের কিংবদন্তি সুতিবস্ত্র মসলিন—যুগ যুগ ধরে নারীর পোশাকে স্বচ্ছ উপকরণের কদরই আলাদা। স্বচ্ছ বস্ত্রের ভাঁজে ভাঁজে আলোছায়ার খেলা তৈরি করে অন্য রকমের এক রহস্য। কোটাও এই ধারার কাপড়। তবে এই ধরনের অন্য কাপড়গুলো থেকে কোটাকে আলাদা করেছে এর চেক প্যাটার্নের বুনন। সিল্ক বা সুতি কিংবা উভয়ের সমন্বয়ে যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে অত্যন্ত হালকা এই বস্ত্র। আর এখন তো শুধু সুতি, সিল্ক বা তসর দিয়েও বোনা হয় কোটা কাপড়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews