জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমাদের অবশ্যই যুদ্ধবিরতি দরকার। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলেন তিনি।

এর ঠিক আগেই ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন পারদ যোগ করল এ ঘটনা।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র থেকে তীব্রতর হওয়ার নিন্দা জানাই। এটা বন্ধ করতে হবে। আমাদের একটা যুদ্ধবিরতি দরকার। ’

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে মানুষেরা রাস্তায় নেমে উল্লাস করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ১৯৭৯ সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালাল তেহরান।  

এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলে সরাসরি হামলা চালানোর জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।  

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমএইচবি/আরএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews