আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ মহাসমাবেশ সফল করতে চট্টগ্রামে বিশেষ বৈঠক করেছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে আগমী ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসের আ’মেলা তথা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এতে সারা দেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।

এ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘ঢাকার ৩ মে’র মহাসমাবেশ নিয়েই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন। বৈঠকে মহাসমাবেশ সফল করার কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা করেন হেফাজতে ইসলামের নেতারা।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews