এদিকে তিন মাস পর সার্বিক মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নেমেছে। বিবিএসের সর্বশেষ হিসাবে, গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে। ডিসেম্বরে এই হার ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এর আগে গত সেপ্টেম্বরেও সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে ছিল।
মূল্যস্ফীতি একধরনের করের মতো। ধরুন, আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। কিন্তু হঠাৎ যদি জিনিসপত্রের দাম বাড়ে এবং সেই অনুযায়ী আয় না বাড়ে, তবে আপনাকে ধারদেনা করে সংসার চালাতে হবে। তা না হলে খাবার, কাপড়চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে খরচ কাটছাঁট করতে হবে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়।