জাতীয় সংসদে 'দ্য ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স বিল ২০২১' বিল পাস হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি আইন থাকলেও, নতুন আইনের খসড়াটি ডিজিটালভাবে রেকর্ড করা প্রমাণগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য উত্থাপন করা হয়েছিল।

শনিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনটি পুরনো 'ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স অ্যাক্ট ১৮৯১'কে প্রতিস্থাপন করবে। এ ছাড়া, ব্যাংকগুলো এখন ডিজিটাল পদ্ধতিতে কাজ করছে, যা আগের আইনে উল্লেখ ছিল না। নতুন আইনে এটি স্পষ্টভাবে বলা হয়েছে।

সদ্য পাস হওয়া এই আইনে আদালতের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত তথ্য ব্যতীত অন্যান্য তথ্য প্রকাশ এবং এটি করতে পারবে এমন কর্তৃপক্ষ নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে অননুমোদিত ও অন্তরালে তথ্য ফাঁস প্রতিরোধে শাস্তি এবং বিচারের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনে ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়েছে, যা আগের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews