মিয়ানমারের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি নির্মাণ স্থাপনার অন্তত ২৫ শ্রমিককে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের দাবি, বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী ওই শ্রমিকদের অপহরণের পর হত্যা করেছে। এ ঘটনায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও)-কে দায়ী করেছে জান্তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

সোমবার জান্তা সমর্থিত মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মে মাসে কেএনডিও-এর সদস্যদের হাতে একটি নির্মাণ স্থাপনার ৪৭ শ্রমিক অপহৃত হয়। ভাগ্যবিড়ম্বিত এই শ্রমিকদের মধ্যে অন্তত ২৫ জনকে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা।

টেলিভিশনের পর্দায় ঘন জঙ্গলের ভেতরে ২৫ জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবরে বলা হয়েছে, নিহত হওয়া এসব শ্রমিক মিয়ানমার-থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় সেতু নির্মাণের কাজ করছিল। এর মধ্যেই গত ৩১ মে সেখানকার ৪৭ শ্রমিককে তুলে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা। ওই ৪৭ জনের মধ্যে ১০ শিশু এবং ছয় নারীও রয়েছে।

ওই অপহরণের ঘটনার পর গত ১১ জুন প্রথম সাতজনের মরদেহের সন্ধান মিলে। এর মধ্যে একজনের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। বাকিদের পেছন থেকে হাত বাঁধা ছিল। ১২ জুন আরও ১৮ জনের মরদেহের খোঁজ মিলে। জান্তা সমর্থিত মিডিয়ায় এসব অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য কারেন বিদ্রোহীদের দায়ী করা হলেও বিদ্রোহী গোষ্ঠীটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অং সান সু চি-র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে অ্যাকশনে যায় জান্তা সরকার। হত্যা করা হয় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীকে। রাজপথে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে এলেও সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে দেশটির বহু গোষ্ঠী। কদিন আগেই দেশটির চিন রাজ্যে প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে ২৭ জন সরকারি সেনাকে হত্যা করে। এর মধ্যেই সোমবার কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও)-এর বিরুদ্ধে ২৫ শ্রমিককে অপহরণের পর হত্যার অভিযোগ তুললো জান্তা সমর্থিত মিডিয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews