জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা একটা নতুন রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিত হয়েছি।
আমরা আপনাদের কাছে এসেছি গণঅভ্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি। আমরা রাজপথে আছি আপনাদের অধিকারের জন্য লড়াই করছি। বাংলা কে উত্তরের জনতা উত্তরের পাহারাদার কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশীদের নির্মমভাবে খুন করা হয়।
এই সীমান্তের হত্যাকান্ড ৫০ বছরেও কোন সরকার বন্ধ করতে পারেনি। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশীদের পুশ ইন করা হচ্ছে। আমরা বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় হাসিনাকে পাঠিয়ে দিন বিচারের জন্য আমরা সাদরে গ্রহণ করবো।
পঞ্চগড় জেলা শহরে শেরে বাংলা পার্কের সামনে পথ সভায় তিনি এ কথা বলেন।
পথ সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তানজিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।