নারায়ণগঞ্জে রূপগঞ্জে আল-আমিন (২৭) নামে এক ঘরজামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার আরিয়াব এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আল-আমিনের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। তিনি উপজেলার বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন।

রূপগঞ্জ থানার এসআই আবু সাইম জানান, রাত ৮টায় খবর পেয়ে একটি বালু মাঠের পরিত্যক্ত একটি ঘর থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার কার্যক্রম চলছিল।

নিহত আল-আমিনের শ্যালক আরিফুল আসলাম জানান, আল-আমিন স্থানীয় একটি গার্মেন্টসে ইলেকট্রিক মেকানিকের কাজ

করতেন। দুপুরে বাসা থেকে খাবার খেয়ে বের হন। তার একটি কন্যা সন্তান রয়েছে। তারা মৃত্যুর কোনো কারণ আপাতত খুঁজে পাচ্ছেন না বলে জানান। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আল-আমিনের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে খুঁজে পাওয়া যায়নি। ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews