বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে আগামীকাল সোমবার সিলেট যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি সোমবার সকাল ১১টায় নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিল ছাড়াও কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সভায় অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় পর্যায় থেকে সিলেট সফরে আসছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন প্রমুখ।

এম এ মালিক বলেন, “দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এটি মির্জা ফখরুলের ফ্যাসিস্টমুক্ত দেশে প্রথম সিলেট সফর।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রবাসীরা দেশে ফিরতে পারতেন না। এমনকি আমি আমার মায়ের লাশ আনতেও পারিনি। আজ স্বৈরাচার পতনের পর প্রবাসীরা দেশে স্বস্তিতে ফিরছেন।”

এদিকে, এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। সফরের প্রস্তুতি হিসেবে গতকাল শনিবার একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews