স্লাইডেবল পিসি

যৌথভাবে স্লাইডেবল পিসি আনতে যাচ্ছে স্যামসাংয়ের ডিসপ্লে শাখা ও ইন্টেল। ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে চলমান ‘ইন্টেল ইনোভেশন ২০২২’ ইভেন্টে স্লাইডেবল পিসির নমুনা প্রদর্শন করা হয়। মঙ্গলবার অভিনব প্রযুক্তির এই পিসি সম্পর্কে কিছু তথ্য দেন স্যামসাং ডিসপ্লের প্রধান জেএস চই। তিনি বলেন, পিসির জন্য এটাই বিশ্বের প্রথম স্লাইডেবল ডিসপ্লে।

বিজ্ঞাপন

এটি বড় স্ক্রিনের চাহিদা পূরণ করবে আবার সহজে সবখানে বহনও করা যাবে।

পিসিটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ট্যাব হিসেবে ব্যবহারের সময় এই পিসি ১৩ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে। আবার সাইডে ধরে টেনে বড় করলে এটির ডিসপ্লের আকার হবে ১৭ ইঞ্চি। তিনি আরো বলেন, ফ্লেক্সিবল ডিসপ্লেতে এখন থেকে স্লাইডিং প্রযুক্তিই দেখা যাবে।

স্লাইডিং পিসিতে ইউনিসন সফটওয়্যার যুক্ত করেছে ইন্টেল। এই সফটওয়্যারের মাধ্যমে ইন্টেল প্রসেসর সমর্থিত ডিভাইসে ডিসপ্লেটি কানেক্ট করা যাবে। এখনো এই পিসির ডিসপ্লে কনসেপ্ট অবস্থায়ই আছে। কবে নাগাদ বাজারে আসবে তা জানানো হয়নি।

সূত্র : দ্য ভার্জ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews