বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১১ পদের মধ্যে ৮টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিম।

বাকি তিন পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বাধীন ‘টিম স্মার্ট’ প্যানেলের সদস্যরা। তবে ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলামের নেতৃত্বাধীন টিম সাকসেসের কেউ এ নির্বাচনে জয়ী হতে পারেননি।

বুধবার (৮ মে) সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করেন বেসিস নির্বাচন কমিশন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মোস্তাফিজুর রহমান সোহেল। ফলাফলের ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান পেয়েছেন ৩৮৮ ভোট, টিম স্মার্টের মীর শাহরুখ ইসলাম ৩৬৭, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫, আসিফ রহমান ৩৪৯, ইকবাল আহমেদ ফখরুল হাসান ৩৪১ এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ পেয়েছেন ১২৩ ভোট। অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট পেয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্যাটাগরিতে সমান ভোট পাওয়ায় লটারি করা হয়। এতে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং ক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোট দিয়েছেন ৭৯ শতাংশ ভোটার। ৪ ক্যাটাগরির মোট এক হাজার ৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার ১৫৭ জন।

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচিত ১১ জন পরিচালকের মধ্যে পদ বণ্টন করা হবে। এদিন বিকেল ৫টায় বেসিসের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।

এএএইচ/কেএসআর/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews