৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত নভেম্বরে কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়। তবে ওই খাতা দেখা এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রশ্ন উঠেছে, এই পরীক্ষার খাতা দেখতে আর কত সময় নেবে পিএসসি।
জানতে চাইলে পিএসসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তৃতীয় পরীক্ষকের তালিকা করাই একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেটা করতে একটু সময় লেগেছে। কারণ, কে দক্ষ আর কার গ্রহণযোগ্যতা আছে বেশি, সেটা নিরূপণ করতে হয়েছে। এখন খাতা দেখার বেশ অগ্রগতি আছে। দ্রুত এসব খাতা দেখার কাজ চলমান। তবে কবে নাগাদ শেষ হবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।