কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর উপকণ্ঠে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে সোমবার (২৬ মে) এক বিক্ষোভ সমাবেশ করেছে চামড়া খাত সংশ্লিষ্ট ১৩টি সংগঠন।

দুপুর ৩টার দিকে আয়োজিত এই সমাবেশে শ্রমিক, মালিক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় হাজারো মানুষ অংশ নেন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রশিদ ভূঁইয়া বলেন, “গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতির ঘোষণা এসেছে, যা সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। বিষয়টি আমরা বারবার বোঝালেও তা উপেক্ষিত হয়েছে।”

তিনি জানান, সমাবেশে ১৩টি সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং বিসিক চেয়ারম্যানের প্রতিনিধির মাধ্যমে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।

রশিদ ভূঁইয়া বলেন, “আমরা সরকারের কাছে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি ও সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।”

সমাবেশে অংশগ্রহণকারী ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “এই সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী। শ্রমিকদের স্বার্থও এতে উপেক্ষিত হচ্ছে। তাই শিল্পমালিকদের আহ্বানে আমরা একাত্মতা প্রকাশ করেছি।”

ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মো. ফারুক হোসাইন বলেন, “এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন শ্রমিকরা। তাই সরকারকে অনতিবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।”

এদিকে বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজওয়ান আন্দোলনের বিষয়টি নিশ্চিত করলেও ব্যস্ততার কারণে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে ১৩টি সংগঠনের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews