বোতাফোগোর বিপক্ষে জিতেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে তারা। গ্রুপের শেষ ম্যাচের পর পিএসজি, বোতাফোগো এবং আতলেতিকোর পয়েন্ট ছিল সমান ৬। কিন্তু গোল ব্যবধানে পিএসজি ছিল সবার ওপরে (+৫), এরপর দুইয়ে ছিল বোতাফোগো (+১) এবং সবার নিচে ছিল আতলেতিকো (–১)। যে কারণে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো দিয়াগো সিমিওনের দলকে।