জাতিসংঘের শিশু দাতব্য সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বোলেন দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আছেন। তিনি বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানের গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, সকলের জন্যই এটি ছিল কঠিন রাত।
রোজালিয়া বোলেন, খুব জোরে বিস্ফোরণের শব্দে তিনি ঘুম থেকে উঠেছিলেন, আমাদের অতিথিশালা কাঁপছিল। পরবর্তী ১৫ মিনিট ধরে... আমরা প্রায় প্রতি পাঁচ/ছয় সেকেন্ডে বিস্ফোরণ শুনতে পেলাম।
তিনি বর্ণনা করেছেন যে বাইরে চিৎকার এবং সাইরেন শোনা যাচ্ছিল। কারণ বিমানের গর্জন আকাশের উপর দিয়ে চলতে থাকে।
বোলেন এর ভাষায়, এই বোমা হামলার আগে সরবরাহ, মানবিক পণ্য, জ্বালানি, রান্নার গ্যাস এবং ইউনিসেফ সমর্থিত পানি ডিস্যালিনেশন প্ল্যান্টে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল।
বোলেন বলেন, ১৫ মাস ধরে যুদ্ধের সময় স্বাস্থ্যসেবা ধ্বংস হয়ে গেছে।
তিনি যেসব শিশুদের সাথে কথা বলেছেন তারা যুদ্ধের গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তারা শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল