অভিমান করে বেশ কিছুদিন আগে জাতীয় আরচ্যারি দল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন দেশসেরা আরচ্যার রোমান সানা। তবে ফের তিনি আন্তর্জাতিক আসরে দেশের পক্ষে খেলতে চান। যে কারণে জাতীয় দলে ফিরতে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনকে চিঠি দিয়েছেন রোমান। অতীতের সব ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। জাতীয় দল থেকে অব্যাহতি চাওয়াটা রোমান সানার যেমন ছিল হঠাৎ, ঠিক তেমনি এবার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তার দলে ফিরতে চাওয়াটাও আকস্মিক। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ক্ষমা চেয়ে জাতীয় দলে ফিরতে গত ২ মে আরচ্যারি ফেডারেশনে এই চিঠি দেন রোমান। সূত্রটি আরও জানায়, ফেডারেশনে দেওয়া চিঠিতে তিনি ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণেœর জন্য দুঃখ প্রকাশ এবং নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে ফের দেশের হয়ে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে খেলে সুনাম বয়ে আনার জন্য সুযোগও চেয়েছেন।

জাতীয় দলে ফিরতে হলে এখন ট্রায়ালের মাধ্যমে ভাল স্কোর করে নিজেকে প্রমাণ করতে হবে রোমান সানাকে। কারণ তিনি জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার আগেই ট্রায়ালে অংশ নেননি। ফলে স্বাভাবিকভাবেই তাকে বাদ দেয়া হয় জাতীয় দল থেকে। রোমানের ক্ষমা চেয়ে চিঠি প্রসঙ্গে গতকাল ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল গতকাল বলেন,‘সে (রোমান সানা) ক্ষমা চেয়ে ফেডারেশনকে চিঠি দেবে বলে আমাকে আগেই জানিয়েছিল। সেই চিঠি ফেডারেশনে জমা হওয়ার পর অফিস আমাকে জানিয়েছে।’

রোমান সানা যখন নিজের অব্যাহতিপত্র ফেডারেশনে পাঠিয়েছিলেন, তখন সঙ্গে সঙ্গেই তা গৃহীত হয়নি। ক’দিন পরে নির্বাহী কমিটির সভায় সেই চিঠি গ্রহণ করেছিল ফেডারেশন। তাই এখন তাকে ক্ষমা করতে হলে এবং জাতীয় দলে ফেরার সুযোগ দিতে সেই কমিটির সহায়তা প্রয়োজন। ফেডারেশনের নির্বাহী কমিটিই রোমানের ফেরা না ফেরার সিদ্ধান্ত দেবে। এ বিষয়ে চপল বলেন, ‘আরচ্যারি ফেডারেশনের সভাপতি রোমানের চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ নেবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল তা ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় হয়েছে এবং সামনে কিছু হলে সেটাও নির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ীই হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews