বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।

রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল ইয়ারবাডটি বাজারে এসেছে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারবাডস দুটো ডিভাইসে সংযুক্ত করা যাবে। ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে। ১২.৪ মিলিমিটারের ব্রাস ড্রাইভার রয়েছে এই ইয়ারফোনে।

এই ইয়ারবাডে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ডিপ ব্রাস ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন সাপোর্ট। রিয়েলমির এই ইয়ারবাডসে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৬টি মাইক যুক্ত সিস্টেম রয়েছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ রিডাকশন ফিচার কাজ করবে।

ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রিয়েলমির এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। এর পাশাপাশি সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্টও পাবেন ইউজাররা।

রিয়েলমির এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে তা প্রায় ১০ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যাবে। চার্জিং কেস ছাড়া এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১৩ ঘণ্টা, যদি ফুল চার্জ থাকে তাহলে। ইয়ারবাডস দুটোর এক একটি ৬২ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর চার্জিং কেসে রয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি।

ধুলা এবং পানিতে রিয়েলমি বাডস এয়ার ৭ সহজে নষ্ট হবে না। কারণ এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ভারতে রিয়েলমি বাডস এয়ার ৭ ইয়ারবাডসের দাম ৩ হাজার ২৯৯ রুপি। আইভরি গোল্ড, ল্যাভেন্ডার পার্পল এবং মস গ্রিন- এই তিন রঙে রিয়েলমি বাডস এয়ার ৭ ইয়ারবাডসটি পাবেন।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews