প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে বেড়ে উঠা ইমন তঞ্চঙ্গ্যা বয়স সবে বিশের কোটা ছুঁয়েছে। তবে এখনই ক্ষিপ্রতা,হার না মানা মানসিকতা আর দক্ষতায় জানান দিয়ে রাখাছেন আগামীতে দেশের বক্সিং জগৎে রাজত্ব করার। সুরু কৃষ্ণ চাকমার মতো বক্সিংয়ে নিজেকে অনন্য জায়াগায় নিয়ে যাওয়ার।
সেই যাত্রায় ইমনের চলাটা অপ্রতিরোধ্য। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন্সের উদ্যোগে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত 'এক্সেল কনটেন্ডার সিরিজ'।যেখানে পেশাদার বক্সিংয়ে গতকার চতুর্থবার রিংয়ে নেমেছিলেন ইমন।আগের তিনবার জয় পেলেও এবার তার সামনে কঠিন প্রতিপক্ষ।ইমনের বিপক্ষে রিংয়ে নামা চন্দন সিং এরই মধ্যে খেলে ফেলেছেন দশের অধিক ম্যাচ।বয়স,শক্তি-সামর্থ্যেও এগিয়ে চন্দন।তবে ইমনের ক্ষিপ্রতার আর অদম্য মানসিকতার কাছে হার মানেন তিনি।
মিডলওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের বাউটটি ছিল ইভেন্টের সবচেয়ে ফ্ল্যাগশিপ লড়াই।প্রথম রাউন্ড থেকেই যেখানে প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরান ইমন।দ্বিতীয় রাউন্ডে তার উপর্যপুরি জ্যাব,কাট ও পাঞ্চে মাটিতে পড়ে যান চন্দন। তবে হার মানেনি।নিজেকে সামনে নিয়ে পরে দুই রাউন্ডে ভালোভাবেই লড়াই চালিয়ে যান এই ভারতীয় বক্সার।
তবে পুরো বাউটে ইমন ছিলেন ক্ষুরধার।দু-একবার পাল্টা আক্রমণের চাপে পড়লেও মুহূর্তেই সামলে নিয়ে প্রতিপক্ষের উপর প্রতিষ্ঠা করছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ। জমজমাট লড়াইয়ের শেষ রাউন্ডে গিয়ে তার আগ্রাসী মনোভাবের সঙ্গে আর পেরে ওঠেননি চন্দন।ইমনের আত্মবিশ্বাস আর টিকেও বক্সিং একডেমিতে খেলা দেখতে আসা দর্শকদের হর্ষধবনি বলে দিচ্ছিল ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে।
ইমন জিতেছেন তিন রেফারির সম্মিলিত রায়ে।আর তাতে বক্সিংয়ে এই তরুণের অপরাজিত যাত্রা অক্ষুণ্ণই থাকল