রাজধানীর শাহবাগ থানার বার কাউন্সিলের বিপরীত পাশে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে পথচারীরা ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই মো. মজিবুল জানান, "সকাল পৌনে ৯টার দিকে আমরা খবর পাই যে বার কাউন্সিলের বিপরীতে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাতে এক বৃদ্ধ পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" 

তিনি আরও বলেন, "স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, বৃদ্ধটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।"

নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে এসআই মজিবুল বলেন, "আমরা সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। তাদের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews