রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। 

শনিবার (৩১ মে) গভীর রাতে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  খবর আলজাজিরার। 

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, ‘দুর্ভাগ্যবশত, সাতজন নিহত হয়েছেন। দুই শিশুসহ ৩০ জনকে আহতাবস্থায়  ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।’

রুশ সংবাদ সংস্থাগুলোর মতে, নিহতদের মধ্যে ট্রেনচালকও ছিলেন। 

রাশিয়ার ফেডারেল রোড ট্রান্সপোর্টেশন এজেন্সি রোসাভটোডোর জানিয়েছে , ধসে পড়া একটু সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী ১১ গ্রাম খালি করার নির্দেশ

আরআইএ সংবাদ সংস্থা অনুসারে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। ভাইগোনিচি গ্রামের কাছে ধসে পড়া একটি সেতুর সঙ্গে সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে এটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খুঁজছেন। আর এ ঘটনার পর ভাইগোনিচির একটি স্কুলে জরুরি থাকার ব্যবস্থা করা হয়েছে।

টেলিগ্রামে একটি পোস্টে মস্কো রেলওয়ে জানিয়েছে ‘পরিবহণ পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে’ সেতুটি ভেঙে পড়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews