কেন জানি না, আজকাল বাসায় থাকতেই ভালো লাগে বেশি। কাজ শেষ হলে শুধু মনে হয়, কখন বাসায় ফিরব! হয়তো সেটা মেয়ে স্মিহার কারণেও হতে পারে। তা ছাড়া বন্ধুদের সঙ্গে কিছুদিন আগেও বাইরে জমিয়ে আড্ডা দিতাম। সেই আড্ডার লোভেও এখন আর বাইরে বের হতে মন চায় না। ওদেরই বরং বাসায় আমন্ত্রণ জানাই। ঘরে যে আরামটা পাই, সেটা আর কোথাও মেলে না,’ বলছিলেন আয়নাবাজি, তুফানখ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এসব গল্পও তাঁর উত্তরা–৪ নম্বর সেক্টরের অ্যাপার্টমেন্টে বসেই হচ্ছিল।

বাসায় আরাম–আয়েসে কোনো ছাড় দিতে নাবিলা নারাজ, তাই স্বামী জোবায়দুল হককে সঙ্গে নিয়ে পছন্দমতো জিনিসে সাজিয়েছেন এই ঘর। জোবায়দুলের পছন্দ উজ্জ্বল রং। দেয়াল, কুশন কভার কিংবা আসবাব—ঘরের সবখানেই উজ্জ্বলের উপস্থিতি চোখে পড়ল। আসবাবে গাঢ় নীল তো দেয়ালে সবুজ, কুশনে হলুদের মতো রং পুরো বাড়িতেই চোখে পড়বে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews