রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক দেশী-বিদেশী জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রাত আনুমানিক সাড়ে ৩টায় ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতাররা হলেন মো: সাইদুর রহমান (৩২) ও মো: মেহেদী হাসান (২৫)।
ডিবি সূত্রে জানা যায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আর কে মিশন রোডের আট নম্বর গলির একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাট থেকে দেশী-বিদেশী জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টারের আটটি অব্যবহৃত কালির কৌটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সূত্র : বাসস