জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার একান্ত পছন্দেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলাম। অনুশীলনে তার খেলা কোচের পছন্দ হয়েছে বলেও শোনা গিয়েছিল। সেই হিসেবে ২৩ সদস্যের স্কোয়াডে হামজার সঙ্গে ফাহমিদুলের থাকাটা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু সৌদি আরবে অনুশীলন শেষে স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে বাংলাদেশে ফেরেননি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান।

মঙ্গলবার সৌদি আরবের তায়েফ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু ঢাকায় না এসে ইতালিতে ফিরে গেছেন সৌদি আরবের ক্যাম্পে থাকা ফাহমিদুল। মূলত কোচ কাবরেরাকে সন্তুষ্ট করতে না পারায় ২৩ সদস্যের দলে জায়গা হয়নি তার। মূলত সেই কারণেই দেশে ফিরে গেছেন তিনি।

১৮ বছর বয়সী ফাহমিদুলকে ক্যাম্পে ডাকার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কাবরেরা। অনুশীলনেও নাকি দুর্দান্ত ছিলেন এই তরুণ। অথচ এক সপ্তাহ অনুশীলন করিয়ে হুট করে তাকে আর জাতীয় দলে খেলানোর উপযুক্ত মনে হচ্ছে না এই স্প্যানিশ কোচের।

তিনি বলেন,  সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।

এদিকে, ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দারুণ ইতিবাচক বলে মনে করেন কাবরেরা। বলেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। আমার সঙ্গে প্রতি সপ্তাহেই তার আলোচনা হয়েছে। এখন আমরা এক সঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব।’

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews