চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১০২ জন মারা গেলেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দেয়া স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।

এদিকে সোমবার চলতি বছরের সর্বোচ্চ ৬১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১ জন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews