অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো সাযুজ্য নেই। কোভিড-১৯ মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সংশোধন করার পরও সেটির সঙ্গে বাজেটের তথ্যের মিল কম। কারণ, বাজেটের অনেক কিছুই করা হয়েছে অনুমানের ভিত্তিতে।
গতকাল শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেটবিষয়ক এক সংলাপে এসব কথা বলা হয়েছে। এতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সম্মানিত অতিথি ছিলেন।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট ও অর্থনীতির ওপর সার্বিক পর্যালোচনা তুলে ধরেন এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।