বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে তিনি যেন আরও বিধ্বংসী। বলিউডের অ্যাকশনধর্মী ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে হাজির হয়েছেন ভাইজান।

আজ মুক্তি পেয়েছে সালমান খানের মেগা রিলিজ ‘সিকান্দার’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা খেল ‘সিকান্দার’ টিম।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। এই মেগা বাজেট সিনেমা নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছিল ‘সিকান্দার’।

ছবিটি মুক্তির আগে ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এবং টেলিগ্রামের একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ‘সিকান্দার’ টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এর আগে অনেক বলিউড ছবিই পাইরেসির শিকার হয়েছিল, তবে ‘সিকান্দার’-এর মতো একটি মেগা বাজেট সিনেমার ক্ষেত্রে বিষয়টি বেশ উদ্বেগজনক।

দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিত সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ছবি মুক্তির আগেই আত্মবিশ্বাসী ছিলেন সালমান খান। তিনি জানিয়েছিলেন, ‘সিকান্দার’ ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আশাবাদী।

এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews