প্লাস্টিক দূষণের ভয়াবহ সংকট মোকাবিলায় বিজ্ঞানীরা এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এটা বাতাসের আর্দ্রতা ব্যবহার করে প্লাস্টিক ভাঙতে সক্ষম। সহজলভ্য ও সাশ্রয়ী এক ধরনের অনুঘটক (ক্যাটালিস্ট) ব্যবহার করে পলিইথিলিন টেরেফথ্যালেট (PET) নামক প্লাস্টিক ভেঙে পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করা যায়।

এই নতুন প্রযুক্তিতে PET-এর রাসায়নিক বন্ধন ভাঙার পর বাতাসের আর্দ্রতা সেটিকে মনোমারে (প্লাস্টিকের মূল নির্মাণ উপাদান) রূপান্তর করে। ফলে এসব মনোমার পুনঃব্যবহার বা আরও মূল্যবান উপাদানে রূপান্তর করা সম্ভব হয়। গবেষকরা বলছেন, এই পদ্ধতি প্রচলিত প্লাস্টিক পুনর্ব্যবহার প্রক্রিয়ার তুলনায় বেশি নিরাপদ, কম খরচে সম্পন্ন করা যায় এবং পরিবেশবান্ধব।

এই গবেষণা সম্প্রতি 'গ্রিন কেমিস্ট্রি' জার্নালে প্রকাশিত হয়েছে, যা রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির একটি সম্মানজনক প্রকাশনা।

বিজ্ঞানীদের মতামত

গবেষণার অন্যতম প্রধান বিজ্ঞানী নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক ড. ইয়োসি ক্রাটিশ বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ প্লাস্টিক দূষণকারী দেশ। অথচ মাত্র ৫ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, আমাদের বেশিরভাগ প্রযুক্তি প্লাস্টিক বোতল গলিয়ে নিম্নমানের পণ্য তৈরি করে, যা সত্যিকারের সমাধান নয়। কিন্তু আমাদের নতুন গবেষণা বাতাসের আর্দ্রতা ব্যবহার করে প্লাস্টিক ভাঙতে পারে, যা খুবই কার্যকর ও পরিবেশবান্ধব।

গবেষণার প্রধান লেখক নভীন মালিক বলেন, আমাদের এই পদ্ধতি প্রচলিত রিসাইক্লিং পদ্ধতির তুলনায় বেশি টেকসই ও কার্যকর। প্রচলিত পদ্ধতিতে ক্ষতিকর বর্জ্য উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি খরচ হয়। কিন্তু আমাদের প্রযুক্তিতে কোনো দ্রাবক ব্যবহার করতে হয় না, বরং বাতাসের সামান্য আর্দ্রতাই যথেষ্ট।

ভবিষ্যৎ সম্ভাবনা

গবেষকরা বলছেন, এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান, যা ভবিষ্যতে প্লাস্টিক পুনর্ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews