নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনে শাহাদতবরণ করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘সাহসের বাতিঘর’ হিসেবে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার আবরারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করা হয়।
আবরারের ছবি যুক্ত করে ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘জন্মদিনের শুভেচ্ছা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে শহিদ আবরার ফাহাদ। আমাদের সাহসের বাতিঘর। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম দিশারী।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ব্যাপক নির্যাতন করে খুন করা হয় তড়িৎ প্রকৌশলী বিভাগের এই মেধাবী শিক্ষার্থীকে।