ময়মনসিংহে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকসার সংঘর্ষে দুই বোনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকসার আরো দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।

চিকিৎসাধীন রয়েছেন শ্যামলী (২০) ও মাহি (১৪)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাজাহারুল আনোয়ার জানান, বালুবাহী ট্রাকটি ময়মনসিংহ থেকে আসার পথে ময়মনসিংহগামী অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকসার ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে ভর্তি করার পর আরো একজন মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews