ঈদুল আজহা উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে “ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি” শিরোনামে এক বিশেষ উৎসব। এই আয়োজনে রয়েছে ঈদের ঐতিহ্য, বিলাসিতা ও প্রশান্তির অনন্য সমন্বয়। পরিবারের সঙ্গে ঈদের প্রতিটি মুহূর্ত হোক স্বাদ, উষ্ণতা ও ভালোবাসায় পরিপূর্ণ—এই প্রতিপাদ্য নিয়ে রিজেন্সি প্রস্তুত করেছে এক রাজকীয় আতিথেয়তা।

হোটেলের মাস্টার শেফ পরিবেশন করছেন এক অভিজাত বুফে ডিনার, যেখানে থাকবে ঐতিহ্যবাহী ঈদের প্রিয় খাবার ও আন্তর্জাতিক স্বাদের ব্যতিক্রমী আয়োজন। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগির সবচেয়ে বড় উপাদান খাবার, আর সেই চিন্তা থেকেই রিজেন্সি এনেছে 'Dine 3 Only at Tk. 8,333' অফার। পাশাপাশি মাত্র ৫,৫৫৫ টাকায় এই বুফে উপভোগের সুযোগ থাকছে সিলেক্টেড ব্যাংক কার্ডধারী, ‘ফ্যান অব ঢাকা রিজেন্সি’ সদস্য এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য, যেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার প্রযোজ্য। এছাড়া নির্বাচিত পার্টনারদের সঙ্গে থাকছে ৪০% পর্যন্ত ছাড়।

afafsadf

ঈদের ছুটি উপভোগে লাক্সারিয়াস রুম প্যাকেজে থাকছে ফ্রি বুফে ব্রেকফাস্ট, ওয়েলনেস ফ্যাসিলিটিজ, স্পা এবং আউটলেটে বিশেষ ছাড়—সব মিলিয়ে এক আনন্দময় অভিজ্ঞতা মাত্র ১০,৫৫৫ টাকায়।

sdsfsdf

প্রশান্তির খোঁজে যারা ঈদে একটু আরাম চান, তাদের জন্য রয়েছে ঈদ এক্সক্লুসিভ স্পা প্যাকেজ, যেখানে থাকছে রিচার্জিং থেরাপি ও ২৫% ছাড়। যারা ঈদ থেকে শুরু করতে চান ফিটনেস জার্নি, তাদের জন্য জিম মেম্বারশিপে ৪০% ছাড়!

asdad

আর ঈদের অলস দুপুর বা সন্ধ্যায় এক কাপ কফি কিংবা ঠান্ডা মকটেল উপভোগ করতে পারেন ঢাকা রিজেন্সির আরামদায়ক লাউঞ্জগুলোতে। এখানে থাকছে পিৎজায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, লাউঞ্জ মেনুতে ২০% ছাড়, এবং আরও নানা আকর্ষণীয় অফার।

asdasf

ঈদ হোক আভিজাত্য, আনন্দ ও আত্মিক বন্ধনের এক অনন্য অভিজ্ঞতা। বিস্তারিত জানতে কল করুন: ? +880 1713332661

অথবা ভিজিট করুন ঢাকা রিজেন্সির অফিসিয়াল ফেসবুক

আশিক/ইই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews