প্রতিষ্ঠানটির বিশ্বাস এবং সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেমি মালান সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, মূলত রেটিং ব্যবস্থা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ওই রেটিং ব্যবস্থার মাধ্যমে শিশুরা কোন গেইমগুলো খেলবে তা ঠিক করে দিতে পারবেন অভিভাবকরা। এতে করে বর্তমানের চেয়েও বেশি নিয়ন্ত্রণ থাকবে থাকবে তাদের হাতে। 

রেটিং সিস্টেমটি কবে নাগাদ এসে পৌঁছাতে পারে, সে ব্যাপারে কিছু জানাননি মালান। তবে তিনি বলেছেন, ‘প্যারেন্টাল কন্ট্রোল’ খুব সহজেই খুঁজে বের করা যাবে এবং ব্যবহার করা সম্ভব হবে।

রোব্লক্সের গেইমে যে যৌনতা সম্পর্কিত কনটেন্ট রয়েছে তা প্রায় সবাই জানেন। রোব্লক্সে যৌনতা বিষয়ক থিমের গেইম রয়েছে, আবার দেখতে সাধারণ কিন্তু ভেতরে যৌনতা বিষয়ক কনটেন্ট রয়েছে এমন গেইমও রয়েছে। ফলে রেটিংস সিস্টেম কাজে লাগিয়ে নিজ শিশুকে এ ধরনের কনটেন্টের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে পারবেন অভিভাবকরা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews