ফয়েজ আহমদ তৈয়্যব: এখন স্থানীয় যাঁরা আছেন, তাঁরা যদি বছরের পর বছর ধরে নিম্নমানের ইন্টারনেট সেবা দিয়ে থাকেন, সেখানে তাঁরা কীভাবে তাঁদের নিজেদের বাজার ধরে রাখবে? সেটা নিয়ে তাঁদের চিন্তা করা উচিত। আমি তাঁদের প্রথমেই বলে দিয়েছি, স্টারলিংক এলে প্রিমিয়াম কাস্টমারদের মাইগ্রেশনের একটা পথ দিতে হবে। কারণ, এখানে দামের চেয়ে মান গুরুত্বপূর্ণ। এনজিওকর্মী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা কিংবা করপোরেট, ক্ষুদ্রঋণ নিয়ে যাঁরা কাজ করেন, আমাদের যে ছাত্ররা কনটেন্ট তৈরি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করেন, তাঁদের ক্ষেত্রে আমরা একটা মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা দেখি। এখনো যেহেতু ৯০ দিন সময় আছে, আইএসপি (ইন্টারনেট সংযোগদাতা) কোম্পানিগুলো চাইলেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে। অবশ্যই তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। দামের ক্ষেত্রে আসলে স্টারলিংকের দাম বেশি হবে। কিন্তু স্টারলিংকের সঙ্গে যখন আইএসপির প্রতিযোগিতা হবে বা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের প্রতিযোগিতা হবে, তখন কিন্তু দামের বিষয়টা আসবে না। আসবে মানের বিষয়। সে ক্ষেত্রে তারা যদি এই ৯০ দিনের মধ্যে মান নিশ্চিত করতে পারে, তাহলে দেশীয় বিনিয়োগের বিষয়গুলো নিরাপত্তা পাবে। তবে মোবাইল ইন্টারনেট তো পুরোটা দেশীয় বিনিয়োগ নয়। আইএসপির ক্ষেত্রে কিছুটা দেশীয় বিনিয়োগ, তবে সেই পরিমাণটা খুবই ছোট। এনটিটিএনের (ন্যাশনওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক) ক্ষেত্রে যাঁরা একচেটিয়া ব্যবসা করতে চান, তাঁরা নিঃসন্দেহে চ্যালেঞ্জে পড়বেন। কারণ, আমরা নিশ্চিত করার চেষ্টা করব, স্টারলিংকের যে ডেটাফিডটা হবে, সেটা সাবমেরিন কেব্‌ল থেকে হবে। তবে স্টারলিংক যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান ও বড় প্রতিষ্ঠান, তাদের স্বাধীনতা থাকবে। তারা স্থানীয় পরিবেশকদের সঙ্গে কাজ করবে। স্বাধীনভাবেই তারা সবকিছু করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews