প্রথম আলো :
সিয়াম আহমেদ: এই সিনেমায় আমি দীর্ঘ একটা সময় দিয়েছি। সিনেমার জন্য চুল–দাড়ি বড় করেছি। একটা সিনেমার জন্য আমার পাগলামি নিয়ে মা–বাবার মনে হয়তো প্রশ্ন ছিল, ছেলেটি চুল–দাড়ি বড় করে কী করছে? কি করেছি, এটা তো তাঁদের বোঝানো যায় না। তবে আমার আত্মবিশ্বাস ছিল, সিনেমাটি মুক্তির পরে গল্পটি তাঁদের টাচ করবে। কারণ, গল্পটিই এমন, এটা প্রথম যদি কাউকে টাচ করে, সেটা একটা সন্তানের মা-বাবাদের। যে কারণেই তাঁদের একসঙ্গে হলে নিয়ে কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত মা-বাবার কাছ থেকে সেরা ফিডব্যাক পেয়েছি। বাবা–মেয়ের গল্পটি দেখে তাঁরা ইমোশনাল হয়ে গিয়েছিলেন।