এজিআইয়ের সংজ্ঞা দিতে বলা হলো তখন অল্টম্যান বলেন, ‘বেশির ভাগ মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে, অনেকটা, শক্তিশালী এআই ব্যবস্থা আসলেই শক্তিশালী।’
সম্প্রতি ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। তাঁরা ৯ হাজার ৭৪০ কোটি মার্কিন ডলারে এই প্রযুক্তি কোম্পানি কিনে নিতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন।
মাস্কের আইনজীবী মার্ক টোবেরোফ এ খবর নিশ্চিত করে বলেছেন, তিনি গত সোমবার ওপেনএআই কিনতে নিয়ন্ত্রক সংস্থার কাছে দরপত্র জমা দিয়েছেন।
যাঁদের হাত ধরে ওপেনএআই আলোর মুখ দেখেছে, তাঁদের একজন ছিলেন মাস্ক। অল্টম্যানের পাশাপাশি তিনিও কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরে মাস্ক ওপেনএআই থেকে সরে যান।