শাকিব খানকে ঘিরে তাঁর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া যেন থামার নয়। গত মঙ্গলবার দুপুরেও চিত্রনায়ক বাবা শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্থিরচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন শবনম বুবলী। যে স্থিরচিত্রে দেখা গেছে, শাকিব খান তাঁর ছেলে শেহজাদ খানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। বাবা-সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’
বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। ঘণ্টাখানেকের মধ্যে তিনিও বড় ছেলে আব্রাহাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা শাকিব খানের একান্ত মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ প্রশংসার পাশাপাশি অপুর পোস্টের সমালোচনা করতেও ছাড়েননি অনেকে। ফেসবুকে একজন লিখেছেন, ‘একই দিনে দুই গ্রুপের পোস্টের প্রতিযোগিতা।’ আরেকজন লিখেছিলেন, ‘আপু, এত দেরি করলেন কেন!’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews