তরুণ নির্মাতা আলোক হাসানের অ্যাকশনধর্মী ‘টগর’সিনেমা টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এই গান গাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন এই গায়ক।
‘হবেরে খেলা, কাঁপবে শহর, খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’ এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। অনেকদিন পর চলচ্চিত্রে গান গওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটি আসিফ তুলে ধরেছেন বিজ্ঞপ্তিতে।
তিনি বলেন, “আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।" 'টগর' সিনেমায় জুটিবেঁধে পর্দায় আসতে যাচ্ছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদরের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন দীঘি, নেওয়া হয় পূজা চেরিকে।
সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, "এই প্রথম এমন ধরনের একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের একটা ছায়া দর্শক পাবে।" সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্তসহ অনেকে।
চট্টগ্রামে শুরু হয়েছে টগর সিনেমার শুটিং। শুটিং শেষে আগামী কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা হাসান।
সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু এবং রূপসজ্জায় থাকছেন মনির হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ