১০ বছর আগে ববিতার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি মুক্তি পায়। এরপর এই অভিনয়শিল্পীকে নতুন আর কোনো ছবিতে দেখা যায়নি। তবে অভিনয়ের প্রস্তাব যে পাননি, তা কিন্তু নয়। কিন্তু কখনো গল্প পছন্দ না হওয়া, আবার কখনো সময়-সুযোগ বের করতে না পারায় অভিনয়ে সম্মতি দেননি। সিনেমায় অভিনয়ের খবরে না এলেও ঠিকই নানা সময়ে নানান বিষয়ে খবরে ছিলেন তিনি। এর মধ্যে ভুয়া ফেসবুক আইডির কারণে ক্ষোভ প্রকাশের কারণে খবরের শিরোনাম হয়েছেন। কানাডায় ছেলের কাছে লম্বা সময় কাটিয়ে সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন ববিতা। ফিরে এসে আবার জানালেন, কে বা কারা তাঁর নামের ফেসবুক আইডি থেকে অসুস্থতার খবর ছড়িয়েছেন। এমন সব খবর কানে এসেছে ববিতার। এতে বিব্রত ও ক্ষুব্ধ এই অভিনয়শিল্পী।