চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ এর সভাপতিত্ত্বে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্ট্স ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক গোলাম শাহরিয়ার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, ইংরেজী বিভাগের শিক্ষক মাহমুদা খানম,আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ এর শিক্ষক সরোয়ার কামাল, ফার্মেসি বিভাগের শিক্ষক মো. মুরাদুর রহমান প্রমূখ।

এ সময় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সকল বিভাগকে নিয়ে অন্তঃক্রীড়া সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্ট্স ক্লাবে উদ্যোগে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনের এই ক্রীড়া সপ্তাহ সফলভাবে শেষ হবে আমি আশাকরি। চট্টগ্রামসহ সারা বাংলাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সবার কাছে প্রশংসিত হয়েছে।  

এ প্রতিযোগিতারয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,  ইংরেজি বিভাগ, আইন বিভাগ, ফার্মেসি ও জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ৬টি দল ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ৮, ২০২৪
পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews