এশিয়া কাপ ক্যারম টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার মালদ্বীপ গেল আট সদস্যের জাতীয় ক্যারম দল। শনিবার থেকে মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হবে এই টুর্নামেন্টের খেলা। বাংলাদেশ দলে তিনজন করে পুরুষ ও নারী খেলোয়াড় এবং একজন করে দলনেতা ও কর্মকর্তা রয়েছেন। খেলোয়াড়রা হলেন- দেশসেরা চ্যাম্পিয়ন খেলোয়াড় হেমায়েত মোল্লা, রানার আপ বিপ্লব রায়, তৃতীয় স্থান অর্জনকারী মো. আলী রবিন এবং নারী দলে আছেন চ্যাম্পিয়ন ফারজানা বানু শিল্পী, রানারআপ আফসানা নাসরীন ও তৃতীয় হওয়া শামছুন নাজহার মাকসুদা।

গত তিন মাসে তিনটি বড় টুর্নামেন্টে খেলেছেন খেলোয়াড়রা। পরে লিগে র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়েছে বলে জানান, এশিয়ান ক্যারম ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মালদ্বীপে যাওয়া বাংলাদেশের দলনেতা আশরাফ আহমেদ। মালেতে যাওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় এবং উৎসাহিত করেন ফেডারেশনের সহ-সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার তানভীর আহমেদ। এই টুর্নামেন্ট আসন্ন এশিয় কাপে সহায়ক বলে মনে করেন তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, কাতার, আরব আমিরাত, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও স্বাগতিক মালদ্বীপ খেলবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews