দুজন দুই ভুবনের বাসিন্দা। একজন রেসলিংয়ে সুনাম কুড়িয়েছেন। অন্যজনের ক্যারিয়ার সবে শুরু। রেসলিং দুনিয়ার তারকা ট্রিপল এইচ আর ফুটবল জগতের নতুন সেনসেশন লামিন ইয়ামালকে এক সুতোয় বেঁধে দিল ডব্লিউডব্লিউই’র স্ম্যাকডাউন অনুষ্ঠান। সেখানে শুধু ট্রিপল এইচ নয়, বর্তমান চ্যাম্পিয়ন্স কোডি রোডসের সঙ্গেও সাক্ষাৎ করেন ইয়ামাল।

বার্সেলোনায় প্রথমবারের মতো আয়োজিত ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনের অফিসিয়াল টেলিভিশন ইভেন্টে ইয়ামালের জন্য বিশেষ আয়োজন করা হয়। তিনি ডব্লিউডব্লিউই সুপারস্টার ট্রিপল এইচ, ড্রু ম্যাকইনটায়ার এবং বর্তমান অনন্যাসাধারণ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডসের সঙ্গে ছবি তোলেন।

এই ইভেন্টে ইয়ামালের সঙ্গে ছিলেন বার্সেলোনার আরও দুই তরুণ তারকা—আলেহান্দ্রো বালদে এবং হেক্টর ফোর্ট। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে তারা দারুণ অভ্যর্থনা পান। ১৭ বছর বয়সী ইয়ামাল সেখানে একটি চ্যাম্পিয়নশিপের বেল্টও পান ইয়ামাল। দর্শকদের আনন্দ দিতে তার নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট উঁচিয়ে ধরেন এবং বড় এক হাসি দিয়ে তা উদযাপন করেন।

ট্রিপল এইচ এবং ড্রু ম্যাকইনটায়ার উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দিয়ে ইয়ামালের সঙ্গে সাক্ষাৎ করার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং তাকে প্রশংসায় ভাসান। ট্রিপল এইচ বলেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ তো আগের চেয়েও বেশি পরিষ্কার! যাই হোক, অনুষ্ঠানটা উপভোগ করো ইয়ামাল!’ ওদিকে কোডি রোডস লিখেছেন, ‘চ্যুজেন ওয়ান’।

সৌভাগ্যবশত, ইয়ামালকে তার নতুন বেল্ট রক্ষার জন্য কোনো লড়াই করতে হবে না! তার প্রধান লক্ষ্য এখন বার্সেলোনার গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচ, যেখানে দলটি রবিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হবে। এরপর তিনি স্পেন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন, যেখানে তারা নেশনস লিগের ডাবল হেডারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews