প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তিনি পা রাখবেন এই মর্যাদাপূর্ণ রেড কার্পেটে।

এবারের কানে আলিয়ার সঙ্গে থাকবেন ল’রিয়েলের দীর্ঘদিনের অ্যাম্বাসেডর ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। খবর এনডিটিভির।

অভিষেক নিয়ে দারুণ রোমাঞ্চিত এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “প্রথম যেকোনো অভিজ্ঞতাই বিশেষ অনুভূতির জন্ম দেয়। এই বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারা আমার জন্য গর্বের। ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা এক সম্মানের ব্যাপার।”

সৌন্দর্য সম্পর্কে আলিয়ার ভাবনা আরও গভীর। তিনি বলেন, “সৌন্দর্য মানে আত্মবিশ্বাস, নিজস্বতা আর আত্ম-মর্যাদা। এটি নির্ধারিত ছাঁচে বাঁধা নয়। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা নারীর নিজস্ব যাত্রাকে উদযাপন করে।”

আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় বাজেটের সিনেমা। চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আলফা, পরিচালনায় শিব রাওয়াইল।

পাশাপাশি আসছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে আলিয়ার বিপরীতে থাকছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। রয়েছে অয়ন মুখার্জীর ব্রহ্মাস্ত্র পার্ট ২-এর কাজও।

এ বছর ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। আলিয়া ও ঐশ্বরিয়ার পাশাপাশি, ল’রিয়েলের বৈশ্বিক অ্যাম্বাসেডরদের তালিকায় রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews