নেত্রকোনার আটপাড়ায়ে এক ভাতিজার বিরুদ্ধে তারই চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জমি ও সেচপাম্প নিয়ে দ্বন্দ্বের জেরে চাচার ওপর হামলা চালায় ভাতিজা। এতে প্রাণ হারান ওই চাচা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ।

মৃত কায়সার ইমরান বাবুল (৫৯) শ্রীরামপাশা গ্রামের বাসিন্দা। তিনি দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদে ছিলেন। আর অভিযুক্ত বাপ্পি আটক হওয়া রতনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সেচপাম্প নিয়ে বাবুলের সঙ্গে ছোট ভাই রতন ও কামাল মিয়ার বিরোধ চলছিল। ওই পাম্পের অধীনে বাবুলের কিছু আবাদি ফসলি জমি আছে। তিনি জমিতে নিয়মিত সেচের পানি পেতেন না। এছাড়া সেচ পাম্প থেকে পাওয়া অর্থও তাকে দিত না দুই ভাই। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে।

রোববার রাতে বাবুল তার ভাই ও ভাতিজাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই রতন ও তার ছেলে বাপ্পি বাবুলের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য বাবুলের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘মূলত রতন তার ছেলে ও কামালের দুই ছেলেকে হামলার ইন্ধন দেন। এরপর তারা চাচার ওপর হামলা চালান। তাদের মারধরে বাবুল মারা যান। হামলার মূল ইন্ধনদাতা রতনকে আটক করা হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews